ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় জমির মিউটেশন (নামজারি) প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণে অংশ নেন দলিল লেখক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং অনলাইনে আবেদন প্রক্রিয়ায় যুক্ত কম্পিউটার অপারেটররা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রফিকুল হাসান
জেলা রেজিস্ট্রার মোঃ আবু তালেব
এছাড়া আরও উপস্থিত ছিলেন:
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, সাবরেজিস্ট্রার মোঃ শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, বিআরডিবি অফিসার মোঃ শাহ আলম, আইসিটি অফিসার মোঃ অহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, ইন্সট্রাক্টর শিউলি খাতুন, পিআইও জালাল আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং দলিল লেখক সমিতির সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম নিম্নোক্ত নবনির্মিত উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন করেন—
নতুন উপজেলা কমপ্লেক্স ভবন
উপজেলা চেয়ারম্যানের নবনির্মিত বাসভবন
উপজেলা প্রশাসন স্কুলের নতুন ভবন
উপজেলা পরিষদ ওয়াকওয়ে
উপজেলা পরিষদের পাবলিক টয়লেট