
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রঘুনাথনগর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হকসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ এবং জনসমর্থকরা।
উদ্বোধন পরবর্তী গণসংযোগে স্থানীয় জনসাধারণ ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে পেয়ে তাঁকে সমর্থন জানান এবং আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীকের পক্ষে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশ্বাস প্রদান করেন।