
নকিয়াইদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
ঝিকরগাছা উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
গত ১০ নভেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, ও কর্মপরিষদ সদস্য মোঃ আবিদুর রহমান প্রমুখ।
সাক্ষাৎ শেষে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ নবাগত ইউএনও রনি খাতুনকে একটি তাফসিরুল কুরআন ও জায়নামাজ উপহার দেন।