
ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্য স্লোগান নিয়ে র্যালীটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোছাঃ রনী খাতুন। এতে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, আইসিটি অফিসার মোঃ অহিদুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার সুজন দাস, এম এল মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক দেবাশীষ বিশ্বাস, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান ও আঁখি খাতুন, টিটিসি প্রতিনিধি এবং অন্যান্য সামাজিক ও এনজিও নেতৃবৃন্দ।
র্যালীতে ব্র্যাক ঝিকরগাছা শাখার কর্মীরা ব্যানারসহ অংশগ্রহণ করেন।