
কামাল হাছান, নলছিটি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠী–নলছিটি) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ আসনের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রদান করা হয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, প্রাথমিক যাচাই-বাছাই ও নীতিনির্ধারণী পর্যায়ের বিস্তারিত আলোচনার পর ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নাম চূড়ান্ত করা হয়।
মনোনয়ন ঘোষণার পর ঝালকাঠী ও নলছিটি উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন,
“দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আমি সম্মানের সঙ্গে ধারণ করব। ঝালকাঠী-নলছিটির মানুষের অধিকার রক্ষা, উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমি সর্বাত্মকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী লড়াই গড়ে তোলা হবে।