
বিক্রম হোসাইন কাব্য (চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি) :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪ নং সীমান্ত ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সেট বিতরণ করা হয়েছে।
আজ ২০ জানুয়ারি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন মোল্লা।
জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাকির মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে সীমান্ত ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সদস্যবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৪ নং সীমান্ত ইউনিয়ন পরিষদের বিচারক ও ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম তেতুলের পরিচালনায় বক্তারা কৃষি আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার উন্নয়নে এ উদ্যোগকে প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট কৃষকদের মাঝে উন্নত মানের স্প্রে মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রিকেট সামগ্রী তুলে দেওয়া হয়।