জাজিরা (শরীয়তপুর): বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে টিটন মাঝি নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাজিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত জামাল মাঝি ও সিফাত মাঝিকে পুলিশ আটক করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়েতে দাওয়াত না পেয়ে ক্ষিপ্ত হয়ে জামাল ও সিফাত ধারালো অস্ত্র নিয়ে টিটনের ওপর হামলা চালান। টিটনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের ধরে ফেলে এবং পরে পুলিশকে খবর দেয়। গুরুতর আহত অবস্থায় টিটন মাঝিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।