
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের হাটশেখা গ্রামে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে (বড়দিন) উদযাপিত হয়েছে।
উৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, দ্বিপেন্দ্রনাথ চন্দ্রসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
হাটশেখা গির্জার সভাপতি হরিস মুরমু ও সেক্রেটারি সুবাশ মুরমুর নেতৃত্বে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন পালন করা হয়। খ্রিস্টান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ২৫ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালিত হয়। আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে কুমারী মেরির গর্ভে যিশুর আবির্ভাব ঘটে।
বড়দিন উপলক্ষে গির্জায় বিশেষ ধর্মোপাসনা, ভোজ আয়োজন, বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, যিশুর জন্মদৃশ্য ও ধর্মীয় প্রতীকসমূহ দিয়ে সাজানো হয়। যদিও গির্জার উন্নয়নমূলক কাজ চলমান থাকায় বিনোদনের আয়োজন সীমিত ছিল, তবুও ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে উৎসবের উচ্ছ্বাসে কোনো ঘাটতি দেখা যায়নি।
অন্যান্য স্থানের মতো এখানে শিশুদের অংশগ্রহণে নাট্যাভিনয় ও ক্যারোল গান সীমিত হলেও, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দ বজায় ছিল। ঐতিহ্যবাহী বড়দিনের খাবারের অংশ হিসেবে কমলালেবুসহ মৌসুমি ফল পরিবেশন করা হয়।
গির্জার সভাপতি হরিস মুরমু বলেন, “কালাই থানা প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কারণে আমাদের সাংস্কৃতিক ও নৃগোষ্ঠীগত পরিচয় আরও এগিয়ে যাচ্ছে।”