
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
রাষ্ট্রের সার্বিক সংকট সমাধান ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঘোষিত ৩১ দফা রোডম্যাপকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু।
তিনি বলেন, “স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের কাছে এই দফাগুলোর গুরুত্ব তুলে ধরতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাবড়া ইউনিয়নের শিয়ালকোট এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া বাচ্চু আরও বলেন,
“পার্বতীপুর ও ফুলবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিত। বেকারত্ব, কৃষি সংকট, স্বাস্থ্যসেবার দুরবস্থা ও নাজুক সড়ক অবকাঠামো মানুষের ভোগান্তি বাড়িয়েছে। ভবিষ্যতে দায়িত্ব পেলে এই অঞ্চলের মৌলিক সমস্যা সমাধানই হবে আমার অগ্রাধিকার।”
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ–সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক, আজিজার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এস এম জাকারিয়া বাচ্চু দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন। জনগণের দাবিদাওয়া তুলে ধরে তিনি পরিবর্তনের রাজনীতিকে এগিয়ে নিচ্ছেন।
উপস্থিত জনতার ভিড়ে উঠান বৈঠকটি একপর্যায়ে জনসভায় রূপ নেয়।