শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
ঐতিহ্যবাহী জগন্নাথপুর প্রেসক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়, যেখানে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সমকাল প্রতিনিধি তাজ উদ্দিন আহমদকে সভাপতি এবং যুগান্তর প্রতিনিধি সানোয়ার হাসান সুনুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য অরুপ সরকার, শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, মুকিম আহমদ, বিপ্লব দেব নাথ, সুমিত রায়, আল-আমিন ইসলাম, দুলন মিয়া, রুম্মান মিয়া প্রমুখ।
নতুন কমিটি গঠনের মাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।