
নীলফামারী কিশোরগঞ্জ বিশেষ প্রতিনিধি : মোঃ মনিরুজ্জামান
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডিডিএস (Drug Distribution & Supply) কিটসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকালে আনুষ্ঠানিকভাবে এ কিটসের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডোমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আহসানুল কবীর জুয়েল বসুনিয়া, এ আই পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনকালে চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু কেন্দ্রটির কার্যক্রম বন্ধ দেখে উদ্বেগ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে জানা যায়, প্রশাসনিক জটিলতা ও জনবল সংকটের কারণে কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আগামী সপ্তাহ থেকেই সপ্তাহে তিনদিন নিয়মিত চিকিৎসা ও অন্যান্য সেবা প্রদান শুরু করবে চিলাহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্রটি।
স্থানীয়দের মতে, চিলাহাটি অঞ্চলের নারী ও শিশুদের জন্য এ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পরে কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু বলেন,
“জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা তদারকি চালিয়ে যাচ্ছি।”
নতুন ডিডিএস কিটস সংযোজন এবং নিয়মিত সেবা চালুর মাধ্যমে চিলাহাটি অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে বলে আশা স্থানীয়দের।