
জাহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের পর তিনি সাংবাদিকদের বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুর্নীতি নির্মূল, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সকল ধর্ম ও লিঙ্গের মানুষের সমমর্যাদা রক্ষার লক্ষ্যে কাজ করতে চাই। শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের মূল লক্ষ্য।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা আবু জার-গিফারী, সাবেক এমপি মোঃ লতিফুর রহমান, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ।