মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার এলাইপুরে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
এছাড়াও গরীব ও অসহায়দের মাঝে চাউল, তেল ও নগদ অর্থ বিতরণ করা হয়। ক্যাম্পে রোগীদের চিকিৎসা করেন বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস ডাক্তার মোঃ আসাদুল্লাহ আল গালিব।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ফাইজুদ্দিন টুনু মাষ্টার। সঞ্চালনায় ছিলেন মানবাধিকার নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দীন।
আলোচনায় বক্তারা বলেন, ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠার পর থেকে হেলাল ফাউন্ডেশন গরীব রোগীদের আর্থিক সহায়তা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। শুরুতে ওয়ার্ড ভিত্তিক সেবা দিলেও এখন উপজেলা পর্যায়ে কার্যক্রম চালু করা হয়েছে।
পরিশেষে ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সভাপতি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।