**চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২জন দালালকে গ্রেফতার:**
সোমবার (২১ জানুয়ারি), চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের প্রলুব্ধ করে বাইরে থেকে ওষুধ কেনা ও বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ দুজন দালালকে গ্রেফতার করেছে। আটক হয়েছে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে দুপুর ১২টার দিকে।
গ্রেফতার হলেন রফিক (৩৫) ও মো. মনসুর (৩৫)। রফিক চট্টগ্রামের চন্দনাইশের সৈয়দ মাস্টারের বাড়ির মৃত হাছি মিয়ার ছেলে এবং মনসুর চট্টগ্রাম নিউমার্কেট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এই দুজন দালাল রোগীদেরকে বাইরের থেকে ওষুধ কিনতে প্রলুব্ধ করছিল এবং তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়ত। তাদের আটক হয় হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ঘটনা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি কয়েকদিন পর পরই হচ্ছে দালাল চক্রের সদস্যদের গ্রেফতার। অধিকারীগণ এই প্রথা দমন করতে এবং হাসপাতালের রোগীদের কল্যাণ নিশ্চিত করতে শখ্যমান পদক্ষেপ নিয়েছেন।