
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে নিজ বাড়ির পুকুরঘাটের নিচ থেকে যুবলীগ নেতা আমিনুল ইসলাম হাওলাদার (৪২)–এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়। নিহত আমিনুল মৃত বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হাওলাদারের মেঝ ছেলে এবং খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য।
নিহতের স্ত্রী পারভীন আক্তার জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোবাইলে কথা বলতে বলতে আমিনুল ঘর থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করলে সকালে পুকুরঘাটে তাঁর মোবাইল ও রক্তের দাগ দেখতে পান। তাঁর অভিযোগ— “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদ হোসেন বেপারী বলেন, আমিনুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান,
“ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঘাটলার নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি। ময়নাতদন্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।