গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে ব্যাংক থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতা ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার (ঘোষের হাট) এলাকার সোনালী ব্যাংক মেদাকুল শাখায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটককৃতদের পরিচয়:
আবু জাফর, পিতা চান মিয়া ভূইয়া, গ্রাম চর কামারকান্দি, শিবচর, মাদারীপুর।
সামাদ খান, গ্রাম হাজির হাওলা, মাদারীপুর সদর উপজেলা।
ব্যাংকের গ্রাহক জাহানারা বেগম জানান,
তিনি ব্যাংক থেকে দুই লাখ টাকা উত্তোলন করে স্বামীর হাতে এক লাখ টাকা দিয়ে বাকি এক লাখ টাকা গণনা করছিলেন। সেই মুহূর্তে এক ছিনতাইকারী তাঁর হাত থেকে টাকা ছিনিয়ে দৌড় দেয়।
তার চিৎকারে ব্যাংকের নিরাপত্তাকর্মী এবং স্থানীয়রা ধাওয়া করে ওই ছিনতাইকারীকে ধরে ফেলে। পরে তার সহযোগীকেও আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক দু’জনকে জনতা গণপিটুনি দেয় এবং পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”