ফরহাদ হোসেন রাজ (কিশোরগঞ্জ প্রতিনিধি)
কিশোরগঞ্জে খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী তরবিয়ত প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা খেলাফত মজলিসের বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্যরা উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে সভাপতি তো করেন হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ এ বি এম সিরাজুল মামুন, যুগ্ন মহাসচিব খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটি, উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী মিনহাজুল আলম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খেলাফত মজলিস, অনুষ্ঠানে প্রশিক্ষক সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হাফেজ হযরত মাওলানা এমদাদুল্লাহ সাধারণ সম্পাদক খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা সূরা সদস্য কেন্দ্রীয় কমিটি।বক্তারা খেলাফত মজলিসের কার্যক্রম কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে এবং বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করা যায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সামনে নির্বাচনে কিশোরগঞ্জ হতে খেলাফত মজলিসের যে সকল ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে কিভাবে কাজ করতে হবে এবং সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, এছাড় কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিস এর যুব মজলিস এর সভাপতি প্রভাষক আকরাম খন্দকার বলেন সামনের নির্বাচনে খেলাফত মজলিস যেন কিশোরগঞ্জ হতে সংসদীয় আসন পাই এজন্য তারা কাজ করে যাচ্ছেন, এ সময় উপস্থিত ছিলেন শ্রম মজলিস এর জেলা সভাপতি ফরহাদ ফারুকী।দিনব্যাপী আলোচনার পর সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা হয়