
বিধান চন্দ্র রায় | কাহারোল উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের কাহারোল উপজেলায় বিয়ের দাওয়াত খেয়ে অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ১৮ জনকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা বিনোদ কুমার রায়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা দাওয়াত খাওয়ার পরপরই অসুস্থ হতে শুরু করেন। তারা বমি, পেটব্যথা ও পাতলা পায়খানাসহ ডায়রিয়ার উপসর্গে ভুগতে থাকেন।
গত ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২৫ ইং পর্যন্ত বিনোদ কুমার রায়ের বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও রোগীদের অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ১৮ জনকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভ রায় জানান, ধারণা করা হচ্ছে বাসি বা দূষিত খাবার খাওয়ার কারণে ফুড পয়জনিং হয়েছে। রোগীদের সুস্থ হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তবে হাসপাতালে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ সেবা দিতে তৎপর রয়েছেন।
ঘটনার খবর পেয়ে কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী হাসপাতালে ছুটে যান এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন।