
আনহাজ হোসাইন হিমেল
বার্তা সম্পাদক
ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। ১১- মঙ্গলবার-২০২৫ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে কারওয়ান বাজারের শুটকি পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর নাম মরিয়ম (২৬)। তার বাবার নাম সুরুজ বেপারি এবং মায়ের নাম রাসেদা খাতুন। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় জিআর ৩৫(১)২১ ও জিআর ৩৫(৯)২১ নম্বরের মাদক আইনে করা মামলায় আদালত ওয়ারেন্ট জারি করেছিলেন।
এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) এম এ খালেক এবং এএসআই মইনুল। তাদের তত্ত্বাবধানে তেজগাঁও থানার সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিল।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই গ্রেপ্তার এড়াতে মরিয়ম অবস্থান পরিবর্তন করে চলাফেরা করছিল। গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।