
টেকনাফ প্রতিনিধি : কামরুল ইসলাম
কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও থাই জালসহ ১৯ জেলেকে আটক করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৭ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের জাহাজ ‘শ্যামল বাংলা’ সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে তল্লাশিতে প্রায় ১২ শত মিটার থাই জাল উদ্ধার এবং ১৯ জেলেকে আটক করা হয়। উদ্ধারকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে জানা গেছে।
জব্দকৃত বোট, থাই জাল এবং আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এসময় তিনি আরও বলেন, “মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”