বগুড়ার মালতী নগরের সপ্তম শ্রেণির ছাত্রী মোছাঃ রাবেয়া সুলতানা সোহানী (১৩) অপহৃত হওয়ার এক মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। অসহায় বাবা-মা আর ফুপি মেয়েটির ফেরার অপেক্ষায় চোখের জলে দিন কাটাচ্ছেন।
জানা গেছে, গত ১৮ জুন সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে গিয়ে আর ফেরেনি সোহানী। অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে ২২ জুন তার বাবা মোঃ সোহেল রানা বগুড়া সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয়, আগে থেকে ওঁত পেতে থাকা মোঃ সাব্বির ইসলাম (৩৭), মোছাঃ সাজেদা বেগম (৪৫), মোঃ সাইফুল ইসলাম (৫১) ও অজ্ঞাত আরও ২-৩ জন মিলে রাস্তায় তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
অপহরণের পর থেকে পরিবারকে মাঝেমধ্যে হুমকি দিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হচ্ছে। মেয়ের ফুপি বলেন, ‘আমরা কিছুই চাই না, শুধু ভাতিজিকে জীবিত ফেরত চাই।’
বাবা মোঃ সোহেল রানা জানান, ‘পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো মেয়েকে আর জীবিত পাবো না।’
থানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে এবং দ্রুত আসামিদের গ্রেফতার ও মেয়েটিকে উদ্ধার করা হবে।
ভুক্তভোগী পরিবার দেশবাসীর সহযোগিতা চেয়ে অনুরোধ করেছে — যদি কেউ কোনো তথ্য জানেন, দয়া করে স্থানীয় পুলিশ বা নিচের নম্বরে যোগাযোগ করুন:
মোঃ সোহেল রানা — ০১৩৩৬-৪৭৬৬২৯