মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা-দশমিনায় কে কোন রাজনৈতিক দলের, মত করে, কে মুসলমান কে হিন্দু তা বিবেচ্য নয়। সকলকে নিয়ে একটি শান্তি ও সম্প্রীতিময় জনপদ তৈরী করতে চায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
৩০ অক্টোবর (বুধবার) বিকেলে দশমিনা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন নূর।
তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে গলাচিপা-দশমিনাকে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেলে পরিনত করতে চায়।
প্রশাসনের বিষয় বলেন, কোনো রাজনৈতিক দলের গোলামী করা চলবে না, গোলামী করে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না।
যেসকল সরকারি কর্মকর্তা জনগণের বিরুদ্ধে থাকবে তাদেরকে চাকরি থেকে অপসারণ করা হবে। এখন তো কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই। আওয়ামী লীগের মতো থানায় গিয়ে পায়ের উপর পা তুলে ওসি, ইউএনও সাথে চায়ের আড্ডা কোন রাজনৈতিক দল করতে পারবে না। এখন অন্ত:বর্তীকালীন সরকার।
পুরোনো রাজনীতি দিয়ে নতুন বাংলাদেশ গড়া করা সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুনদের রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার। বর্তমান সরকার সবার সরকার। সকলের আশা আকাঙ্খা পূরণে এ সরকার কাজ করবে।
আজ যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা সকলের জন্য কাজ করবে। কোন রাজনৈতিক দল সংসদে যাবার পরে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে না পারে সেজন্য একভুত পার্লামেন্টে বিএনপি, জামাত, ইসলামি আন্দোলন, গন অধিকার সকল দল যেন পার্লামেন্টে থাকতে পারে তার জন্য সংখ্যানুপাতিক নির্বাচন চালু করতে হবে।