
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন ফলাফলে ২০১ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছেন, আর ৩০৮ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর রেকর্ডসংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা দেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফলের পরিবর্তন হয়েছে।
দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী তাদের ৪ লাখ ২৮ হাজার উত্তরপত্র চ্যালেঞ্জ করেন। বিষয়ভিত্তিক আবেদনের ক্ষেত্রে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সর্বাধিক আবেদন জমা পড়ে।
নতুন এ ফল প্রকাশের মাধ্যমে মূল ফল ঘোষণার প্রায় এক মাস পর শিক্ষার্থীদের ফল পরিবর্তনসংক্রান্ত উদ্বেগের অবসান হলো।