
মোঃ মেহেদী হাসান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃস্থানীয় যোদ্ধা, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীকে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। নিহতের দ্রুত হত্যাকারীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের লাভ চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা থানার সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক সজিব আল ইসলাম,
সদস্য সচিব সজিব মিয়া,
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ,
জেলা গণ অধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ মিয়া,
উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরান,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও জুলাই যোদ্ধা সৈয়দ আব্দুল বাপ্পি প্রমুখ।