
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের সাম্প্রতিক বিক্ষোভে ‘নিহত’ ভুক্তভোগী হিসেবে নিজের ছবি টেলিভিশনে প্রচার হতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন ইসরাইলি তরুণী নোয়া জিয়ন। ঘটনাটি ইরানের অস্থিরতা ও তা কেন্দ্র করে ইসরাইলি প্রশাসনের প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের একটি উদাহরণ হিসেবে সামনে এসেছে।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, নোয়া জীবনে কখনোই ইরানে যাননি। গত সোমবার (২৬ জানুয়ারি) তিনি বাড়িতে থাকা অবস্থায় ইসরাইলের চ্যানেল ১২ নিউজে দেখতে পান— ‘ইরানে বিক্ষোভে চার ইহুদি নিহত’ শিরোনামের একটি সংবাদে তার ছবিটি ব্যবহার করা হয়েছে।
চ্যানেল ১২ প্রতিবেদনে তাকে ভুলভাবে সানাজ জাভাহেরিয়ান নামে পরিচয় করিয়ে দাবি করে— তিনি একজন বিক্ষোভকারী ছিলেন এবং গ্রেফতারের পর ইরানি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন।
ঘটনা প্রকাশ্যে আসার পর নোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জানান, পুরো বিষয়টি ইসরাইলি ভুয়া খবর প্রচারের হাস্যকর দিকটিই তুলে ধরেছে।
এদিকে এখন পর্যন্ত চ্যানেল ১২ এ বিষয়ে কোনো সংশোধনী বা ব্যাখ্যা দেয়নি। তবে নোয়ার ঘটনা সামাজিক মাধ্যমজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে ‘ইসরাইলি প্রোপাগান্ডার ব্যর্থতা’ বলে উল্লেখ করেছেন, কেউ কেউ বলেছেন এটি নিছক সাংবাদিকতার ভুল।
একটি পোস্টে ব্যঙ্গ করে বলা হয়—
“ইসরাইলি প্রোপাগান্ডা এতই কার্যকর যে টিভিতেই নিজের বসতিস্থাপনকারীদের মেরে ফেলে!”