নিউজ ডেক্স, আমার সকাল ২৪
হাদিগণহত্যায় অংশ নেননি এমন আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে কেঁদে কেঁদে দোয়া করলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
মঙ্গলবার (৭ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে কান্নাজড়িত কণ্ঠে এ দোয়া করেন তিনি।
ওসমান হাদি বলেন, ‘হে আল্লাহ, আওয়ামী লীগের যে ভাইয়েরা হাসিনার সঙ্গে গণহত্যায় অংশ নেয়নি; কিন্তু এখনো তার পক্ষ সমর্থন করে, তাদের অন্তরে সত্য প্রকাশ করে দিন। তাদের বোঝার সুযোগ দিন যে আবরার ভাই তাদের নিজের ভাই, আবরার তাদের নিজের সন্তান।’
তিনি আরও দোয়া করে বলেন, ‘হে আল্লাহ, আবরার ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’
এদিন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে বুয়েটসংলগ্ন পলাশী গোল চত্বরে উদ্বোধন করা হয় ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ স্থাপনা সার্বভৌমত্ব, গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদাসহ আটটি মূল্যবোধের প্রতীক হিসেবে গড়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আট স্তম্ভের অবয়বের চেয়ে এর শব্দগুলোর বাস্তবায়ন বেশি গুরুত্বপূর্ণ। এই মূল্যবোধের বাস্তবায়নের মাধ্যমেই দেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে।’