
বান্দরবান প্রতিনিধি:
মো: হৃদয় চৌধুরী,
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
২৯ ডিসেম্বর দুপুরে আলীকদম সদর ইউনিয়নের আমতলী মধ্যপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মুনতাসিরের নেতৃত্বে গঠিত একটি বিশেষ টহল দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ ফোরকান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করে।
তল্লাশিকালে তার কাছ থেকে ৩,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। আটক ফোরকান ওই এলাকার ছুলতান আহমেদের ছেলে। বিকেলে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।
আলীকদম সেনা জোন জানায়, পার্বত্য অঞ্চলে মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড দমনে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে চলছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।