
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন তুলি বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশিশক্তির কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে না পারলে স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তিনি শনিবার (২৭ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে ভয়েস নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত নির্বাচন পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনে মানুষের অসন্তোষ গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তাই স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে শক্তিশালী ও দক্ষ পর্যবেক্ষণ ব্যবস্থা অপরিহার্য। কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার তিন শতাধিক নির্বাচন পর্যবেক্ষক অংশ নেন এবং নির্বাচনী নীতি, আইন ও পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পান। বক্তারা বলেন, নিরপেক্ষ ও সৎ নির্বাচন পর্যবেক্ষণ ভোটার আস্থা বাড়াবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মজবুত করবে।