ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত গুরুতর দুর্ঘটনায় আহতঅসচ্ছল ও মেধাবী চিকিৎসাধীন শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে অনুদানের আবেদন শুরু হয়েছে। মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ ট্রাস্টের সহকারী পরিচালক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বলা হয়েছে, অধ্যয়নরত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শিক্ষার্থী দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ‘দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’-অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান দেওয়া হয়। বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, https://www.eservice.pmeat.gov.bd/medical এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি ২ মাস অন্তর বর্ণিত লিংক ব্যবহার করে অনলাইনে আবেদন দাখিল করতে পারেন।