সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।
ঢাকা, ১০ জুলাই, ২০২৪: বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং লিমিটেড থেকে দেড় কোটি টাকা আত্মসাত করে পলাতক আসামি মোঃ সুজন রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান যে, আসামি সুজন রহমান আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজার ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং লিমিটেড শাখার ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন।
গত ২৩ মে, ২০২৪ সালে টাকা আত্মসাত করে সুজন রহমান পালিয়ে যান। পরে এজেন্ট ব্যাংকিং লিমিটেডের ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান থানায় মামলা করেন।
মামলার তদন্তে র্যাব সুজন রহমানের অবস্থান শনাক্ত করে ঢাকার ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে সুজন রহমান তার চাচা নুরুল ইসলামের আর্থিক সংকটের কথা উল্লেখ করে। নুরুল ইসলামের ঋণ পরিশোধের জন্যই সে টাকা আত্মসাত করে।
বর্তমানে গ্রেপ্তারকৃত সুজন রহমানকে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।