মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনায় ৫০ গ্রাম মাদকসহ মোঃ বাচ্চু সিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটকৃত বাচ্চু শিকদার উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ড ঢনঢনিয়া গ্রামের বাসিন্ধা।
পটুয়াখালী থেকে দুর্গা পূজার দায়িত্ব পালনে আসা পুলিশ জানায়, দুর্গা পূজার দায়িত্ব পালনের জন্য পটুয়াখালী পুলিশ লাইন থেকে আসা কয়েকজন পুলিশ সদস্য দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে থাকতেন। ঘটনার দিন সন্ধ্যার দিকে কয়েকজনকে বিদ্যালয় প্রাঙ্গানে আধারে ঘুরঘুর করতে দেখা যায়। তাদেরকে সন্দেহজনক মনে হলে তাদেরকে ধরতে যাই তখন একজন আমাদেরকে ধাক্কা দিয়ে দৌড়য়ে পালিয়ে যায় ও মোঃ বাচ্চু সিকদার নামক এক যুবকে ধরে ফেলি,ঘটনাস্থলে ৫০ গ্রাম মাদক পাওয়া যায়।
এসময় লিমন নামক এক পুলিশ সদস্য আহত হন।
তাৎক্ষণিক থানায় খবর দিলে থান থেকে পুলিশ এসে বাচ্চু সিকদারকে মাদকসহ স্থানীয় সাক্ষী নিয়ে আটক করে নিয়ে যায়।
আটকৃত বাচ্চু বলেন, আমি এবিষয় জরিত না আমি শুধু পাশে দাড়িয়ে ছিলাম মোঃ হীরা মিরাজ প্যাদা ও আরো দুজন ৫০গ্রাম মাদক ফেলে দৌড়িয়ে পালিয়ে যায়।
এবিষয় স্থানীয়রা বলেন, আমরা মাদকমুক্ত দশমিনা চাই। এই মাদক আমাদের দশমিনার যুবসমাজে ধ্বংস করে দিচ্ছে।
আমরা সাধারন জনগন হিসেবে প্রশাসনের কাছে দাবি দশমিনায় মাদকের সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।