হবিগঞ্জ (মাধবপুর প্রতিনিধি)
ফোরকান উদ্দিন রোমান
আজ (২১ ডিসেম্বর) শনিবার সকাল ১১টায় মাধবপুর উপজেলা গেটের সামনে মুফতি গিয়াস উদ্দিন ত্বাহেরীর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনটি আয়োজন করেন মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের সহযোগী অঙ্গ সংগঠনসমূহ, এবং স্থানীয় পীর-মাশায়েখগণ।
আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি দুলাল ইসলাম বীন নুরী বলেন, “মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর নামে যে মামলাটি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমরা এই মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার চাই।”
শেখ তানভীর হোসাইন আরিফ বলেন, “মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী আমাদের গর্ব। তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।”
মানববন্ধনে মাধবপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের আরও অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, মুফতি গিয়াস উদ্দিন ত্বাহেরী একজন সম্মানিত আলেম এবং ইসলাম প্রচারক। তার বিরুদ্ধে দায়ের করা মামলা নিছক হয়রানিমূলক। এর মাধ্যমে তার সম্মানহানি করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
আন্দোলনকারীরা জানান, মামলাটি প্রত্যাহার না করা হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন।