ভারতের উত্তর প্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে নববধূকে চুমু দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত সোমবার হাপুর জেলার অশোক নগরের একটি সেন্টারে এই বিয়ের আয়োজন করা হয়।
জয়মালা পরানোর পর বর নববধূকে চুমু দেন। এই ঘটনায় কনের পরিবার ক্ষিপ্ত হয়ে ওঠে এবং স্টেজে উঠে লাঠি দিয়ে বরের পরিবারকে মারধর শুরু করে। এই হামলায় বরের বাবা সহ ছয়জন আহত হন।
অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকা হয় এবং তারা এসে সাতজনকে আটক করে। কনের পরিবারের দাবি, বর তাদের মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে সবার সামনে চুমু দিয়েছেন। তবে বর জানিয়েছেন, জয়মালা পরানোর পর নববধূই তাকে হাতে চুমু দিতে বলেছিলেন।
হাপুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রাজকুমার আগারওয়াল জানিয়েছেন, কোনো পরিবারই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এনডিটিভি আরও জানিয়েছে, ওই বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দুই মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন তাদের বাবা। প্রথম মেয়ের বিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলেও দ্বিতীয় মেয়ের বিয়েতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।