শাহ্ ফুজায়েল আহমদ
( সুনামগঞ্জ জেলা প্রতিনিধি )
১৪ বছর বয়সী রেহমান সোবহান অয়ন জটিল কিডনি রোগে আক্রান্ত। সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির এই মেধাবী ছাত্রটির জীবন রক্ষার জন্য কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন।
তার বাবা আলমগীর হোসেন গাজী বলেন, "আমার একমাত্র ছেলে অয়ন জীবনের শুরুতেই প্রাণ হারাতে চলছে। দুই বছর বয়স থেকে তার কিডনির জটিল চিকিৎসা করে আজ আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি। ছয়বার ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করিয়েছি। কিন্তু কিডনির কোন কিছুতেই উন্নতি হয়নি।"
গত জুন মাসে রেহমানকে ইন্ডিয়ার CMC হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা পরীক্ষা করে জানান, অয়নের কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোন উপায় নেই।
চিকিৎসার জন্য প্রায় ২২ লক্ষ টাকা প্রয়োজন। আলমগীর হোসেন গাজী বলেন, "এত টাকা কোথায় পাব, কিভাবে ব্যবস্থা করবো আমি ভেবে পাচ্ছি না।"
তিনি সকলের কাছে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন।
আপনি যদি রেহমানকে সাহায্য করতে চান, তাহলে
আপনার সামান্য সাহায্য রেহমানের জীবন রক্ষা করতে পারে।
আমাদের সকলের দোয়া রইল রেহমানের জন্য, যেন সে সুস্থ হয়ে ওঠে।