মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, মাদক, সন্ত্রাস ও অরাজকতা বন্ধে সমাজের সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে। অপরাধ করলে কোন ছাড় নই, তাকেই আইনের আওয়তায় আনা হবে। এ জন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলকে কাধে কাধ মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মঙ্গলবার দুপুরে চারঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্থানীয় গনমাধ্যমকর্মী ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।
এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন, মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু প্রমুখ।
এর আগে নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতার চারঘাট মডেল থানা পরিদর্শন করে বলেন,পুলিশকে প্রেশাদারিত্বের সঙ্গে সরকারী গুরু দায়িত্ব পালন করতে হবে। অপরাধিদের আটকে কোন ধরনের ছাড় নই। জনগনের বন্ধুতে পরিনত হয়ে জনবান্ধব পুলিশের ভুমিকা পালন করে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কোন অবস্থাতেই যেন নিরিহ কোন মানুষ পুলিশি হয়রানীর শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মনে রাখবেন বাড়ীতে সকলেরই ভাই বোন আত্বিয়স্বজন আছেন। তাই নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে কখনও আপনারা পিছুপা হবেন না। এর আগে ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।