মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার আয়োজনে সীরাতুন্নবী (স:) উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ) বিকেল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার অন্তর্গত কোর্ট স্টেশন চত্বরে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেল কুরআন তেলাওয়াত, নাতে রাসুল, ইসলামী সংগীত,ও কুইজ প্রতিযোগিতা ও বাদ মাগরিব ইসলামী সাংস্কৃতিক ইসলামী সংগীত ও নাতে রাসুল (সা) অনুষ্ঠিত হয়েছে। এবং ১ম,২য়, ৩য় স্থান অধিকারীদের পুরুস্কৃত করা হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা কেরামত আলী, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরী। সভাপতিত্ব করেন মাওলানা মোঃ ফরিদ উদ্দীন আত্তার, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী,কাশিয়াডাঙ্গা থানা রাজশাহী মহানগরী।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা থেকে আগত অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক । তিনি কুরআন ও হাদীসের আলোকে ও বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আল্লাহ ও তার রাসূলের রেখে যাওয়া পথে চললে ইহকাল ও পরকালে আমাদের কল্যাণ লাভ হবে।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর, মোঃ সিফাত উল আলম সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর, অধ্যাপক শাহাদৎ হোসাইন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজ রাজশাহী মহানগর, অধ্যাপক কামরুজ্জামান সোহেল আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানা রাজশাহী মহানগর সহ আরো অনেকেই। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সাধারণ জনতা।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিল পরিচালনা করেন মোঃ সালাউদ্দীন বাদল সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানা রাজশাহী মহানগর, দোয়ার মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল এর সমাপ্তি।