সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।
গত ৪ আগস্ট ২০২৪ তারিখে সারা দেশের মতো বগুড়াতেও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ছাত্র-জনতার ওপর তার কর্মী বাহিনীকে প্রতিহত করার নির্দেশ দেন। তার নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনী আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায়। এ হামলায় ৯ জন নিহত হন এবং শতাধিক আহত হন।
এ ঘটনায় বগুড়া সদর থানায় এমপি রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ মোট ১৩টি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
অদ্য ১৯ ডিসেম্বর ২০২৪, র্যাবের একটি গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
রাগেবুল আহসান রিপু ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার পরিকল্পনা থাকলেও মহাজোটের শরিক জাতীয় পার্টির জন্য আসনটি ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিক্ষোভকারীরা রিপুর বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগ করে। এরপর থেকেই তিনি পরিবারসহ আত্মগোপনে ছিলেন।