গরমে নরম হয়ে ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেন লাইন বন্ধ!
অস্বাভাবিক দাবদাহের তীব্রতায় নরম হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি অংশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে গাজীপুরের পূবাইল আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রুটের আপ লাইনের প্রায় ১০ ফুট রেললাইন বেঁকে যায়।
ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে কর্মীরা কচুরিপানা ও কাঁদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশ ঠান্ডা করে এবং মেরামত করে। এরপর ওই লাইনে দুটি ট্রেন চলাচল করে। বর্তমানে ডাবল লাইনের অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কীভাবে ঘটল ঘটনা?
রেলওয়ে কর্তৃপক্ষের ধারণা, অস্বাভাবিক দাবদাহের কারণে রেললাইনের ইস্পাতের পাত নরম হয়ে গেছে এবং বেঁকে গেছে।
কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?
রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তারা নিয়মিত রেললাইনের পরিদর্শন ও মেরামতের ব্যবস্থা করবে বলে আশ্বস্ত করেছে।
এই ঘটনার প্রভাব:
এই ঘটনার কারণে কিছুক্ষণের জন্য ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে দ্রুত মেরামতের ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সতর্কতা:
অস্বাভাবিক দাবদাহের কারণে রেললাইনের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই রেল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।