ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত অন্যতম। আল্লাহ তা’আলা ধনী মুসলমানদের উপর জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। জাকাত প্রদানের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে, যার মধ্যে একটি হলো জাকাত প্রদানের যোগ্য ব্যক্তি নির্বাচন।
আরও পড়ুন, ১২০ টাকায় পুলিশে চাকরি!
কিছু ব্যক্তি আছেন যাদেরকে জাকাত প্রদান করা বৈধ নয়, যদিও তারা দরিদ্র হতে পারে।
জাকাতদাতা নিম্নলিখিত আত্মীয়-স্বজনদেরকে জাকাত দিতে পারবেন না:
উল্লেখ্য যে, ভাই-বোন, চাচা-চাচি, মামা-মামি, খালা-খালু, ফুফা-ফুফু ইত্যাদি আত্মীয়-স্বজন যদি জাকাত পাওয়ার উপযুক্ত দরিদ্র হন, তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে।
আরও পড়ুন, কথিত ডাক্তার মুনিয়া কখনোই ঢাকা ন্যাশনাল মেডিকেলে পড়েননি!
নিজের অভাবী আত্মীয়দেরকে জাকাত প্রদানে বিশেষ ফজিলত রয়েছে। এতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা ছাড়াও দুনিয়া ও আখেরাতের বিবিধ কল্যাণ লাভ হয়।
সূত্র:
আমার সকাল ২৪ পত্রিকার খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন