শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে “দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আহমেদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক আব্দুল হাই, আব্দুল ওয়াহিদ, শাহ্ ফুজায়েল আহমদ, উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক সমসু মিয়া সুজন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান জুয়েল।
সভায় বক্তারা বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিরাজমান। যেখান থেকে নৈতিকতা বিরোধী কাজ হবে সেটাই দুর্নীতি। তাই দুর্নীতি প্রতিরোধ করলে হবে না, দমনের প্রয়োজনে। নীতি নৈতিকতার আদর্শ থেকে বিচ্যুত না হলে এই দুর্নীতি প্রতিরোধ সম্ভব। দু্র্নীতি প্রতিরোধে আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হই। কারণ সমাজ শুদ্ধ না হলে রাষ্ট্র শুদ্ধ হবে না।
তাং- ০৯.১২.২৪