শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে “নয়টি উপজেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পাইলট প্রকল্প (সংশোধিত ১০ উপজেলা) (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অংশীজন (পিআরএ) সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় জগন্নাথপুর পৌরসভার সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে
প্রধান অতিথি ছিলেন নগর উন্নয়ন অধিদপ্তরের অতিরিক্ত সচিব মাহমুদ আলী।
জগন্নাথপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র প্ল্যানার এবং প্রকল্প পরিচালক কাজী মোঃ ফজলুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন- উপ প্রকল্প পরিচালক আজমিরী আশরাফি, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন, পৌর প্রকৌশলী সতিশ গোস্বামী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, পৌর জামায়াতের সভাপতি মোঃ ওয়ালি উল্লাহ, সাংবাদিক আমিনুল হক সিপন, শাহজাহান মিয়া, রিয়াজ রহমান, আলী হোসেন খান, তৈয়বুর রহমান, আব্দুল ওয়াহিদ, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছমির উদ্দিন।
এসময় সাংবাদিক হুমায়ুন কবীর, জহিরুল ইসলাম লাল, আমিনুর রহমান জিলু, হিফজুর রহমান তালুকদার জিয়া,
শাহ্ ফুজায়েল আহমদ ।
পৌরসভার কর কর্মকর্তা এলাইছ মিয়া, রশীদ আলী, উপজেলা উত্তর শাখা ছাত্র শিবির সভাপতি জাকির হোসাইন সহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জলাবদ্ধতা, মশার উৎপাত, পৌরসভার ডাম্পিং স্টেশন, যানজট,খাল- নদীনালা খনন, পানি সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। এছাড়া নগর উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সুন্দর ও পরিকল্পিত জগন্নাথপুর উপহার দেওয়ার কথা ব্যক্ত করা হয়।