মোঃ রাকিবুজ্জামান দশমিনা উপজেলা ( পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৩নং বেতাগী সানকিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়গোপালদী গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা মোসাঃ ইনারা বেগম, যিনি মৃত মোসলেম মৃধার স্ত্রী, গত ২৬ মে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর আঘাতে তার ঘর হারিয়েছেন।
ইনারা বেগমের পরিবার সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের তীব্রতায় তার ঘরের ছাউনি উড়ে যায় এবং ঘরটির বেহাল দশা হয়। বর্তমানে তিনি অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। মাথা গোঁজার ঠাঁই নেই বলে তিনি চিন্তিত ও নিরুপায় হয়ে পড়েছেন।
এমতাবস্থায়, ইনারা বেগম দশমিনা-গলাচিপা এলাকার সংসদ সদস্য, দশমিনা উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ ত্রাণ ও পুনর্বাসন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন।
বৃদ্ধা ইনারা বেগম জানান, “আমার ঘর হারিয়ে আমি এখন একেবারেই অসহায়। মাথা গোঁজার ঠাঁই নেই, কোথায় গিয়ে থাকবো বুঝতে পারছি না। সরকারের সাহায্য ছাড়া আমার আর কোন উপায় নেই।”
এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং ইনারা বেগমের জন্য সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।