জীবনের চেয়ে কি আছে দামী
বলনা কেউ আমায়
তবুও তো মানুষ বুঝেনা কেউ
জানেনা তার মূল্য কোথায়?
টাকার লোভে ছুটছে মানুষ
অজানা কোন ঠিকানায়
ভাল- মন্দ বিবেচনা না করে
ছুটছে তবু আপন নেশায়।।
বলনা কেউ আমায়…….
ভালবাসাবাসি সব ভেঙে যাবে একদিন
আলোর প্রদীপ নিভে নেমে আসবে দুর্দিন
রবেনা কেউ পাশে, চিনবেনা কেউ তাকে
ডাকবেনা কেউ তার নামটি ধরে
আড়ালে চোখের জল ঝরাবে একজন
যে তোমাকে দেখিয়েছিল
পৃথিবীর এত অপরূপ লীলাভূমি
যার কথায় তুমি ভাবনি,শুননি
ছুটেছিলে সেইদিন অন্ধ হয়ে অগ্নিশিখা ধরতে।
মনে হয়নি,নয়তো চাওনি
তাদের কথার মূল্য দিতে
আজ তুমিই কোথায় রয়েছ পড়ে
কেউকি আছে তোমার পাশে?
পড়ে রয়েছ শুধু শূন্য এক মরুভূমিতে
মাটির বিছানায়
তোমার আসল ঠিকানায়
বলনা কেউ আমায়।