ঢাকা: ঈদের দিন মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমার টিকিট মুক্তির আগেই শেষ হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট অনুসারে, ঈদের প্রথম ও দ্বিতীয় দিন বসুন্ধরা সিটি, ধানমন্ডি, মিরপুর, চট্টগ্রাম এবং রাজশাহী শাখার সব টিকিট বিক্রি হয়ে গেছে।
প্রযোজকের আশাবাদ:
সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান আশাবাদী যে, ‘রাজকুমার’ দর্শকদের মন জয় করতে পারবে। তিনি বলেন, “ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে ‘রাজকুমার’ সিনেমার সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমাদের বিশ্বাস, মুক্তির প্রথম দিন প্রথম শো থেকে দর্শক ‘রাজকুমার’কে আপন করে নেবেন।”
ব্যাপক সাড়া:
‘রাজকুমার’ দেশের ১২৬টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। জানা যায়, ২১২টি সিনেমা হলের মধ্যে এই সিনেমা রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিনভাগ হল পেয়েছে। এতে করে কয়েক কোটি টাকা বুকিং মানি পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
শাকিবের বার্তা:
‘রাজকুমার’ মুক্তি উপলক্ষে শাকিব খান তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। তিনি বলেছেন, “‘রাজকুমার’ একটি আবেগের নাম। ‘রাজকুমার’ শুধু দেশের নয় এটি হয়ে উঠুক সারা বিশ্বের সমস্ত ভাষাভাষীদের।”
গল্প:
‘রাজকুমার’ প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।
মুক্তি:
‘রাজকুমার’ আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে।
আমার সকাল ২৪ পত্রিকার খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন