কলমে-মোঃ মোশাররফ হোসেন মুছা
তারিখ-২৮/০৬/২০২৪খ্রি.
অচিন দেশের অচিন গায়ে রে বন্ধু
অচিন জনপদ–
শুরু হতে আজও অবধি
ভিন্ন যে মোর মত রে।।
তোর পিরিতের এতো জ্বালা
জানতাম যদি আগে–
তবে কি আর অকারণে
কাঁদতাম ঐনা শীতের মাঘে রে।।
মনে কতো আশা ছিলো
বাঁধবো সুখের বাসা–
আশার বাসা ভেঙে নিলো
অকাল বন্যা এসে রে।।
অগণিত মতপার্থক্য উল্টো বাক্য
বেদনা দেয় মনে–
জানলে কি আর প্রেম করিতাম
ঐ মাধবীর সনে রে।।
বিধির লীলা ভবের খেলা
বুঝতে কয়জন পারে–
মোশাররফ হোসেন কালা জ্বরে
চব্বিশ ঘন্টায় ভুগে রে।।