নিউ ইয়র্ক: স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে নিউ ইয়র্কে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু ঈদের আনন্দে ভাগ নেওয়ার পরিবর্তে অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে।
জ্যামাইকার মুসলিম সেন্টারে ঈদের জামাত আদায় করতে গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের শিকার হন সাকিব। এছাড়াও, সেলফি তোলার জন্য ভক্তদের ঝড় থেকেও নিজেকে বাঁচাতে হয় তাকে।
কালো জ্যাকেট ও মাস্ক: ভক্তদের দৃষ্টি এড়াতে কালো জ্যাকেট ও মাস্ক পরে জামাতে অংশ নেন সাকিব। দীর্ঘ সময় মাথা নিচু করে রাখার পরেও ‘ভুয়া ভুয়া’ স্লোগান থেকে রেহাই পাননি তিনি।
বিব্রতকর পরিস্থিতি: এমন বিব্রতকর পরিস্থিতিতেও ধৈর্য ধরে নামাজ আদায় করেন সাকিব। নামাজ শেষে দ্রুত সেখান থেকে চলে যান তিনি।আরও পড়ুন, বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়?
ভিডিও ভাইরাল: এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক প্রত্যক্ষদর্শী জামাতের পর খুতবা হওয়ার আগে সাকিবের উপস্থিতির কথা জানানোর পর কিছু লোক ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে।
সেলফি না: বিশ্বসেরা ক্রিকেটারকে কাছে পেয়ে এক প্রবাসী বাংলাদেশি ভক্ত ঈদের শুভেচ্ছা জানিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। কিন্তু সাকিব সেলফি তোলতে অস্বীকার করেন।
কথা বলেননি: ঈদ জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত কারো সাথে কথা বলতে দেখা যায়নি সাকিবকে। এমনকি গণমাধ্যমের সামনেও আসেননি তিনি।
বিশ্লেষণ: সাকিবের বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে, সম্প্রতি বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হওয়ার পর থেকেই কিছু সমর্থকের কাছ থেকে বিরক্তির শিকার হচ্ছেন তিনি।
উল্লেখ্য: ঈদের আনন্দে ভাগ নিতে না পেরে হতাশ সাকিবের ভক্তরা।
আমার সকাল ২৪ পত্রিকার খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন